Friday 6 April 2012

Post title আমি ০২ আমার বেড়ে ওঠা কিছুটা



আমি ০২
আমার বেড়ে ওঠা কিছুটা 

তখন থেকেই নিঃশব্দে সরেছে মেঘ অপূর্ব পারদর্শিতায়
উদাসী হতে চেয়ে মাঠ প্রতিদিনে ফাটিয়েছে নিজেকেই
একান্তে ; বাবা টোকা'তেই দেখেছিলেন ভবিষ্যৎ আর
এক একর রেখেছিলেন নিজের সন্তানে ।
অবাঞ্ছিত জনমে অপূর্ণতার স্বাদ লাঙ্গলের হাঁটলে অধিকার
রেখেছে অন্য জীবন পুরুষালী , আমার নয় , বলরামের ।
হিসাবের অংক ভুলে সাগুদানা অমৃত রূপ পায় যেখানে
সেখানে কান্না জল শুধু অপরের দুর্বিষহ যন্ত্রণা ।
জীবনের দায়ভার নিয়ে এসে জীবনে লাঞ্ছিত হয়ে যায়
আমার সময় , মায়াতে বেঁধে দিয়ে দাম্ভিক ক্রোধের স্খলন
পরিচিতের , সময়ের দ্বিচারিতা ।
বেড়ে ওঠা সময়ের গ্রন্থিতে অনাসৃষ্টির মান্যতায় বিভেদের
সুস্পষ্ট অভিরূপে ভাতের থালায় যতসব উচ্ছিষ্ট ;
শুধু লবণ লঙ্কার মান্যতায় স্বাদ আছে জৌবিক লালা কোষে
তবুও আমের গুঁটির ভাগ রেখেছি আমার কাছে ; ঈশ্বর ।

অপূর্ণ রাখিনি আমি আমার মন সংস্কার বধুর সাঁজ
দোপাট্টা উড়িয়ে হাওয়া অভিমুখে গোল্লাছুট আমার জগত ।
সুখী নয় বলে ধর্ম পিতামাতা অনুযোগে গোঁটা ঈশ্বর
জীবন দিয়েছিলে ভালোবেসে সেখানে ছিল কতোটা আমার দায়
!

No comments:

Post a Comment