তোকে দেখেই ভাবি কর্মযোগী
মর্যাদা পুরুষোত্তম
অথবা শূলচক্রপাণি ।
সব সিংহ একসময়
সিংহ থেকে শুরু হতে হতে
কেঁচোতে গিয়ে মেশে
দয়াময়
আলোক বৃত্তের পিছু ছুটে চলা কিছু মেয়ে আর এক কাল ;
সমবেত জনসাধারণ সব উপোষী নবদ্বীপ পণ্ডিত
ঐ দেখো উড়ছে দোপাট্টা ; বেশ্যা মাগী কোথাকার ।
আর তারা কুমীর পণ্ডিত ওদিকে নয় এদিকে এসো
শিখিয়ে দেবো তোমাকে জীবনের সহজ পাঠ ।
আর তারা ধৃতরাষ্ট সপাট জানালা দরজা বন্ধ এসো প্রিয়মতা
জাহান্নামে যাক সময় এখনি আদর্শ রতি কাল ।
আলোক বৃত্তের পিছু ছুটে চলা কিছু মেয়ে আর এক কাল ।
এক ভাগার আর চিলের ছো মারা দৃষ্টি ;
এক শকুন গনলাশ ভাণ্ডার ;
এক নারী শরীর অনন্ত মৌমাছি হুল ফোটানো যন্ত্রণা ।
অনেক ভেবেছি আমি মধু মানে এক শরীর অথবা যৌনাঙ্গের আধার ।
অনেক ভেবেছি আমি মধু চন্দ্রিমা শুধু শরীরের খুঁজে নেওয়া অধিকার ।
এভাবেই কিছু মেয়ে হেটে চলে রামায়ণ থেকে
এভাবেই কিছু মেয়ে আবর্জনায় খুলেছে মধুর দোকান ; দয়াময় !
No comments:
Post a Comment