আধুনিক কবিতা
ফুটপাত জুড়ে নোনা বসন্ত
পিরীতি জনুতে এক আগ
রাধাচূড়া ছেড়ে সাদা বক
তেপান্তর ধরেই
বনসাই জ্যোৎস্না
দাবানল ঘরে ; ঈশারায় পাখি বধ ।
ডান হাতে কালানিশভ স্বয়ংক্রিয় ; ট্রিগারে প্রস্তুতি
স্নান ঘরে জলের পতন
মধু সময়
নিঝুম দুপুর ; ঘুমন্ত শহরের নির্জনতা নির্জনতা নয়
কাক উড়ে গেলে
পরে থাকে শূন্য আর ধারালো বিকেল
সেসময় কাপড়ে রক্ত
এখন তুলোতেই ভবিষ্যৎ ।
এক ব্রম্ম
তেজস্ক্রিয় পারমাণবিক চুল্লীতে উদাহ
সাতসমুদ্র ; চক্রে নধর ভেড়া
এক জীবনে ঈশ্বর বুলেট নিরভেদি
দ্বিতীয় জীবনে পুরুষ ।
No comments:
Post a Comment