শিখণ্ডী
একটা আস্ত জীবন ছিল বলার জন্য তবুও বুভুক্ষ নয় ;
অজয় নদী তীরে দাড়িয়ে ছিল অনেক শীত
তেল মেখে ছিলও প্রস্তুত শরীর
এক ঝাঁপের অপেক্ষা করে করে ফিরেছে ঘরে ছেলে \ মেয়ে
ক্ষিদে কি ছিল না তার মনে
জলে ঝাঁপানোর চাহিদায় ! এবং
শিখণ্ডী যখন পিতৃদেব কুরুক্ষেত্র পলাশ \ পাপিয়া
মথুরাপতি হয়েছেন কাল
সূক্ষ্ম সুতো নাচনেওয়ালা নিযুত কোটি
বললেই ইতিহাস হয় না কথা কিম্বা ঘরের ইতিহাসে
থেকে গিয়ে কিছুকাল , মৃত ; আর সবুজতা বাড়িয়ে
শাখা-প্রশাখায়
ভুলে গিয়েছে সে অনাচ্চারিত ইতিহাস ! বলো
তবে বলতে পারিনি বলেই কথা কি গ্যাছে ফুরিয়ে !
বলতে পারিনি বলেই আজ আমি পিতা \ মাতা
আর দেখছি যেসব রঙ মেলেছে নতুন সৃষ্টি
হাত-পা দাপিয়ে খেলছে শ্মশান পাড়ে
এখনো আমার শিখণ্ডী ভাবছে না বটে ! ভবিষ্যতে ?
No comments:
Post a Comment