Friday, 6 April 2012

বৈরাগ্য


বৈরাগ্য 

জন্মাবোধি দৃষ্টিতে বিভ্রম ছড়িয়ে ফানুসে চেপে মন
আহা কি সতেজতা পল্লবে গৃহীত হয়ে যায় নান্দনিক
পরাপারের সূর্য বুকের কোঠরে । লালন মাহাত্য পিষে
কলে তিন মূর্তি একাধারে এক শরীরে আখড়ায় ধুলো বালি
প্রত্যাশিত চরণরেণু গাম্ভীর্য খোলস হতে খসে গিয়ে আমি
যখন বিলীনের সূর্য ... সন্তান মুখ প্রজাপতি হতে হতে
শুঁয়োপোকা , মনের ধ্বনি রাগে বৈরাগ্য- বিবাগী ।

অফুরন্ত যৌবন উড়িয়ে হয়েছে যে হয়েছে ঝাউ কোমলতায়
নবদুব্বাদল শ্যাম বাঁশিতে মরমিয়া আনন্দ সুর অথচ
গৃহস্ত কীটের নেই হাহাকার মন পেড়িয়ে সাত সাতটি সমুদ্র
হিমালয়ের শীতল উপত্যকা অদ্ভুত শান্তিতে নিয়জিত মাধুর্য
কুঞ্জন নিঃশব্দে নীরবতায় ।
পিছুটানের অস্ত্রভাণ্ডার দূরে রঙহীন হয়ে গ্যালে কিছু গাঢ় সুর
একান্ত আপন নিজস্ব সব কিছু তবু নিজের কিছু নয় ।

No comments:

Post a Comment