ছেচল্লিশ থেকে পঞ্চাশ
৪৬ মানচিত্র ভরে আলপনা কলরবে সুখী সময়
রক্ত তার গতিপথে মানেনি হিসাবের কয়েদখানা ;
অফুরান সময় নিয়ে জগত পশ্চিমে বেলা ফুরিয়ে যায় ।
৪৭ ভাবেনি কেউ পরতে হবে সময়ের দেউলিপনায় ;
আপাতসিদ্ধ প্রসারিত হস্তে সুসময়ের সুঘ্রাণ ,
জ্বলে গিয়েছে ভেতরের অঙ্গপ্রত্যঙ্গ উপর দেখে বোঝা দায় ।
৪৮ নিমিত্তির চাঁদ কলঙ্ক দোষে পরেনি কোনকাল ;
ক্ষণকালের অস্থিরতায় বিষাদ পাখির ঘর ,
প্রেম নেই ; শব্দমালায় তবু কিছু জীবন্ত কংকাল ।
৪৯ মেঘ সরে গেলে চিকচিক বালিতেই ঝলমল সংসার ;
নিঃশব্দে পদাচারন ঈশ্বরের ; ঈশ্বর উদ্বাস্তু শরণার্থী শিবিরে
পেয়েছেন ঠায় ; ঈশ্বর প্রেম নাই নাই নাই ।
৫০ সুসময়ের পশ্চাতে লুক্কায়িত দুঃসময়ের মেঘ ,
অবরুদ্ধ নগরের হাহাকার বোঝেনা বিজয়ী মুখ ;
স্রোত বিনে কিছুকাল বেঁচে থাকে নদী শুঁকিয়ে যাওয়া সময়ের অপেক্ষা ।
No comments:
Post a Comment