প্রিয়
মেয়ে বলতে বুঝি
দুই ডানা শঙ্খচিল ; ফুড়ুৎ ফড়িং
নির্বাসিত মেঘ
বীজ ক্ষেতের প্রথম জল
রাহুলের পরমান্ন পায়েস
একমনা রোদ
সমুদ্র ফলিসস এ
কিছু তেল তোমরা
সমগ্র সমুদ্র মেয়ে ।
আর দ্বিখণ্ডিত কালের প্রাচীর
ছেলে খাওয়ানো সকাল
হাওয়া ব্রিজে সারা সন্ধ্যা
রঙ মেখে সোমরস
বিলিয়ে
আঁধারের কথামালায়
ঘরে
ঘুমন্ত দেব শিশু ।
চোখে জল !
মেয়ে বলতেই মা
সহজাত সহজিয়া ফুল
কুঁড়ির আবেদনে
একটাও পুরুষ দেখলাম না মেয়ে চিনেছে......
পাখি খুঁজে নিজের ঠোটে প্রিয়ার খাবার
কত মনোরম
No comments:
Post a Comment