জাতিসত্ত্বা
নিঃশব্দরা ফেলে রাখে যেসব বিবর্ণ রঙ
সেখানে আমি নেয় ; খুঁজে দেখো সমগ্র
গোঁটা অতীত প্রজন্ম ওখানেই সন্তান উৎপাদন করে
তাণ্ডব করেছিল সেদিন । তারপর
এই দিকে বিস্তীর্ণ সাঁকো । বিস্তীর্ণ গণবণ্টন এদিকেই ।
আর লাইন লাইন জুড়ে সন্তান সম্ভাবা মা
খুদ আঁচলে পরিযায়ী স্বপ্নে
সাঁকো পেরুনোর অঙ্গীকার
ওপাড়েই তাদের ঘর । কিম্বা
এখানেও আমি নেই । সব পরিশীলিত মুখে
দীপ্ত স্লোগানে স্তালিনের ভাবাবেগ ;
মিছিলের এক পা ধরে হুন্ডি এগিয়ে সংসারে
দ্বিতীয় পায়ে শুঁকনো বিস্কুট ; সাঁকো যথেষ্ট পুরোনো
এবেলায় পেড়িয়ে
ওখানে গিয়েই পাবো তীর্থকর ,
এখানেও আমি নেই ; রেখে গেলাম জাতিসত্ত্বা
No comments:
Post a Comment