যদি ছেড়ে যেটে পারি এক দম্ভ
তাতে লটকে দেবো আমার পরিচয় ;
দ্বিতীয় পরিচয়ে আমি আদিম
খুলে ফেলেছি সমাজের বস্ত্রের সম্ভার ।
খোলা স্তনে হোক চাষাবাদ
আমি সাম্য ; আমি সাম্যবাদ ।
আধুনিক কবিতা ০২
উগ্র অঙ্গার অক্ষুণ্ণ মাষ
গুপ্তভূমি ছায়
দাউ দাউ মেঘ
সামনে পারদ শ্রাবণ
বাবলা দাঁড়িয়ে এক পা'য়
জলে থৈ থৈ একবুক
রাত্রি ভীষণ জ্বালায় ।
গন পিটুইটারি কাঠ কয়লা
দৃশ্য নেশা আফিম
ছন্দে ছন্দে বারোমাস
বকনার ডাক অন্যতালে
ধম্ম ওদিকে মাতাল ।
এক তেজস্ক্রিয় ধাতু
চশমা নাকে জিনবিদ
এক পরমাণু হিরোশিমা
এক পরমাণু সৃষ্টি ।
আর আবদ্ধ নাগপাশে
সেই র্যাটেল সর্প
সম্মুখে বিস্তর শরীর
দংশনে আদিম বিষ নেই !
No comments:
Post a Comment