১
লেখা ভুলে গিয়ে আলজাইমা এঁকেছে ছবি
বিলীনের সূর্যে এত্ত ত্বেজ
পুড়াতে পারিনি শরীর
পুড়েছি অহরহ আমি ।
০২
মাইল ফলক শূন্যতে এনেছিলাম যেদিন ,
আমার হাত ছিল বাবার হাতের মুঠোয় ,
অনিবার্য আকর্ষণে পাথর ধুলো মাথায়
ঐ তো পাঁচ মিনিট সামনেই জল !
সেই বিশ্বাস ছিল আমার বিশ্বাস ।
ইদানিং মাইল ফলক চাকায় চাকায় নিয়মিত
মাড়িয়ে যায় আক্রোশে ,
তবুও শূন্যতে নামতে পারিনা ।
বাবা পেরেছিলেন , শিল্প জানতেন বোধহয় !
মাইলকে মাইল জুড়ে বিস্তীর্ণ ঢেউ , আর
বাবাকে সপাট জাপটে আছি , যেন
প্রাগৈতিহাসিক বন মানুষ আমরা দুজন ।
আর বাবা শিখিয়ে দিচ্ছেন বেঁচে থাকার সুত্র !
এখন যখন নিজেই বাবা হয়ে উঠেছি
আমি ধরে রেখেও ধরে রাখতে পারছিনা সন্তান
অদৃশ্য কিছু টান অনুভবে , খোলস ছাড়াচ্ছে
দাঁড়াস , দূরে দূরে দেখছি মাইল ফলক
এগিয়ে গিয়েও ধরতে পারছিনা
অথচ ধরবার কথা ছিল !
দেখছি সন্তান ডটকমে
সাইটে দৌড়াচ্ছে মাইল ফলক
লেখা ভুলে গিয়ে আলজাইমা এঁকেছে ছবি
বিলীনের সূর্যে এত্ত ত্বেজ
পুড়াতে পারিনি শরীর
পুড়েছি অহরহ আমি ।
০২
মাইল ফলক শূন্যতে এনেছিলাম যেদিন ,
আমার হাত ছিল বাবার হাতের মুঠোয় ,
অনিবার্য আকর্ষণে পাথর ধুলো মাথায়
ঐ তো পাঁচ মিনিট সামনেই জল !
সেই বিশ্বাস ছিল আমার বিশ্বাস ।
ইদানিং মাইল ফলক চাকায় চাকায় নিয়মিত
মাড়িয়ে যায় আক্রোশে ,
তবুও শূন্যতে নামতে পারিনা ।
বাবা পেরেছিলেন , শিল্প জানতেন বোধহয় !
মাইলকে মাইল জুড়ে বিস্তীর্ণ ঢেউ , আর
বাবাকে সপাট জাপটে আছি , যেন
প্রাগৈতিহাসিক বন মানুষ আমরা দুজন ।
আর বাবা শিখিয়ে দিচ্ছেন বেঁচে থাকার সুত্র !
এখন যখন নিজেই বাবা হয়ে উঠেছি
আমি ধরে রেখেও ধরে রাখতে পারছিনা সন্তান
অদৃশ্য কিছু টান অনুভবে , খোলস ছাড়াচ্ছে
দাঁড়াস , দূরে দূরে দেখছি মাইল ফলক
এগিয়ে গিয়েও ধরতে পারছিনা
অথচ ধরবার কথা ছিল !
দেখছি সন্তান ডটকমে
সাইটে দৌড়াচ্ছে মাইল ফলক
No comments:
Post a Comment