Friday 6 April 2012

আধুনিক কবিতা ০৪


আধুনিক কবিতা ০৪ 

এক রাতেই বিদূষক
কাল ; অঙ্গার মেঘে বৃষ্টি ,
রহিত হয়েছে শেষ ট্রেন
জানালা আবছা খোলা
সূচিভেদ্য আঁধার
নরকে গোলাপ
কথা ছিল
ফিরবে সে
যতই থাকুক ঝড়ের পূর্বাভাষ ।

আটপউরে জনম
বিস্বাদ পাউরুটি
ভাগাড়ে নতুন শরীর
সোমালিয়ায় মড়ক
ওঁত পেতে
শকুন
চিত্রগ্রাহক পস্তুত
বায়ে আর একটু এগো এগো রাইট
ক্লিক
বুকার মিলবে এবার !

আর নয়
যথেষ্ট ঈশ্বর !
যথেষ্ট ভ্রূণ নিয়মিত অনাহার
এক বুক পেতেছি আমি
সৃষ্টি থেকেই বুলেটের সম্মুখ
এবার তুমি খেয়ে বলো বুলেট
এক আউঞ্চ রক্ত গড়তে
কতোটা সময় লাগে !

No comments:

Post a Comment