Friday 6 April 2012

আধুনিক কবিতা ০৩


আধুনিক কবিতা ০৩ 


এক মন খারাপ
মধ্যেখানে গৃহস্ত জ্যোৎস্না
আর ইচ্ছে গুড়ি বৃষ্টিতে ভাসছে
রেল কলোনি
টুপটাপ ঝরছে আগুন
এই রাতে
ছায় হয়ে গেল
অগুন্তি শরীর ,

পারদে চেপেছে সময়
আঁধারেই যতো স্বাদ
পিঞ্জরে অস্থিরতা ক্রমবর্ধমান
নীলে ঘুড়ী
ভোকাট্টা ; ঝাঁপ ,
নীল আগুন বোকাবক্স
আত্মতুষ্টি
গড়িয়ে কিশলয় , ভ্রুক্ষেপহীন
সম্রাট ।

উপোষীরা এক ছুট
ঈশ্বর গৃহ খোলা
ঈশ্বর তামাক খুঁজছেন
পেটেন্ট , বড় ধাঁধা ।

No comments:

Post a Comment