Friday 6 April 2012

অনেক


এক



দূরে নিশাচর যেন দিনের চোখ নিয়ে অধির
উৎকণ্ঠায় আমার প্রিয় স্থানে একি নতুন আগুন্তক !
আর দূরে ফ্যাঁকাসে হতে চেয়ে রাত্রির গোপনতা
পুঁই ডগায় রেখে গিয়ে দিনের মায়া ফিরছে স্বপ্নে
আন্দোলিত অঙ্গন । কাল সমন্ত্রতান্ত্রিক রাতের আঁধারে
উপেক্ষিত পরিণতির আক্রোশে নিজেই নিশাচর ঘৃণিত জীব
যেন আঙ্গুলেই ধরে রেখেছে আস্ত এক যুগ 







২   




বলিনি মনে রেখো
আমার পরিচয়
গুছিয়ে নেবে যেদিন সংসার
আমি তখনো থাকবো ইঁদুরে হাত রেখে আরো কিছু কাল







প্রলুব্ধতার চাদে নেশা
তোমার বাহুডোরে একি স্বাদ পায়
চাঁদের সঙ্গে বন্ধুত্ব করে
কলিতেও রাঁধা বানিয়ে দিলে হায়





০৪




তুমি অপদার্থ বড্ড প্রেমে
কথা দিয়ে মন জয়
আমাকে রেখে গেলে শেয়াল শকুনে
এটাই কি ধর্ম তোমার















০৫


স্বভাবতয় আমি মেনেছি সময়ের ধর্ম
তুমিও মেনেছিলে তাই
তোমার এক মন রাধাগোবিন্দে
দ্বিতীয় মনে ছিল শুধুই কাম







০৬


যে বিশ্বাসে মাঝি দাঁড়টানে
পাখির ডানায় হেমন্তের ঘ্রাণ
যে বিশ্বাসে বাবাকে জেনেছিলাম
সেই বিশ্বাস দেখিনি অন্য পুরুষে আর









তীব্রতায় অহেতুক ভুল পথ
আঁধারে ডেকেছে মাঠ
আজকের বিশ্বাস
কালকের ভুল বিশ্বাসও হয় তবে



০৭










অনুভবে লেখা ছিল তোমার নাম
তামার শরীর তোমার বর্ণপরিচয়য়
পরমাণু বিশ্বাসে ওম শান্তি আর তুমি
এখন নিজেকে রাখি কোথায়





এসো অতৃপ্ত মন
কাল সলীলে ডুবে যায় একা একা
পরিচিত গনগন পরিতৃপ্তির শ্বাস নিক
এই অভাগী মিলিয়েছে হাওহায়







০৯


পুড়ে গিয়ে আমার মাষ
তবু আগুনেই করি ভয়
যে পথ একসময় গেছিলো স্বর্গে
সেই পথেই পরে আছে আমার মৃৎ পরিচয়







১০




ঝরা পাতা কথা শোনেনা গাছের
তবু তাতেই গাছের পরিচয়
আমাকে নশ্বর করে দিয়ে
এইবেলা ঘর গুছিয়ে নাও







১১




ছিন্ন হয়ে গেছে যে বন্ধ
রেখে গেলে কেন তবু পিছুটান
এভাবে বাঁচিরে রেখে
কি লাভ পেলে তুমি দয়াময়









১২ 


জ্বালিয়ে দাও অনলে
খাক হয়ে যাক ক্রন্দন
বেঁচে আছি
এর থেকে আর কত দুঃখ দেবে তুমি 
























No comments:

Post a Comment