মৃত্যুর রঙে আমি ......
ফিরে আসা
এক মৃত্যু ফেলে আসতে পেরেছি বলে
কিছু আধপোড়া ছায় দেখেলে এখনো ভয় পায় দ্বিধা'রা
অবিনশ্বর শস্যগোলা থেকে গন্ধ মেখে
আমার জন্মের আগে
আমার জন্মের পরে
শাদা শাদা মাখনপাখি উড়ছে
হয়তো দ্বিতীয় গোলাতে পরিয়ায়ি ......
আধখানা সিগারেটে পুড়ছে সময় ......
বল তবে কে মৃত্যুঞ্জয়ী সময়ের ? বিশুদ্ধতার মিশেলে রঙ মশলা
উড়ন্ত চাকতিতে কিছু জন্ম
এক ব্যাধি
ভালো লাগেনা শব্দ ঝংকার
পাঁচফোড়ন ঝাঁজ , যন্ত্রণা
অর্ধ মৃত
পারতো আলিঙ্গন করে নাও ভালোবাসা , অনেক
পুড়েছি ; রাজী আছি শিকার হতে , দেখে নিও শুধু
তৃণে যেন না থাকে পুরনো রক্ত !
একবার ধুলিজন্ম , এক পতন , এক স্রোতে
প্রবাহিত ধারা ধরে ভণ্ড জোঁক
ছারবেনা আধিকার সে ......
পারতো উষ্ণতা দিয়ে লুকিয়ে রেখো !
তবে তাই হোক ! আসমান জমিন ফারাক আমার সঙ্গে আমার
শরীর কতখানি শরীরের
মেধ চাবকে তুলে মাষ
দ্যাখ ভেতরে থরে থরে হেমলক রস ...
তাই
নিমজ্জিত জগত আমার , আমি নিজেই প্রজা নিজেই অধীশ্বর !
তবে ভুলিনি কেন এখনো ? তোমার ধাতু দিয়ে আমার ভবিষ্যৎ !
ওরে মরণ শান্তি নাই ......
অর্ধ মৃত
জীবনের থেকে ভয়ংকর !
মৃত্যু বিষয়ক ০৭
অপবিত্র নয় ছায়ামূর্তি ভুশণ্ডি'র অতি বিপ্লবী সন্তান ,
এক কালে অপূর্ব জাদু বিদ্যায় স্তনে দুধ এনে
আমাকে দেখিয়ে জৌবিক উপত্যকা কালো বিড়ালের
ন্যাজে পগারপার ...
সেই থেকে বিড়ালের সঙ্গে আড়ি ......
যদিও প্রতিটি চরিত্রই শববাহক
ডোমের চরিত্রে বৈকুণ্ঠ অধিপতি ...
আর সকলের জন্মের আগে সাত কাহন
তবু কোন জলে ভেজেনি শ্মশান অগ্নি ।
( ভুত ভবিষ্যৎ )
কি দেখছো তুমি প্রিয় ?
কণ্ঠনালী ভিজিয়ে নিয়েছ জলে ?
বুঝেছি বুঝেছি , বারবার আমার টিনের চালে তোমার
পদধ্বনি , তুমি এক শিল্পী আমি শিল্পখানি ......
ভুশণ্ডির মাঠ কাঁপিয়ে এক নতুন অতিথি ...
আমার মধ্যে তুমি তোমার মধ্যে আমি ...
কবি
গত পঞ্চাশ বছর এক কলম লিখিনি আমি
গত পঞ্চাশ বছর সব কবি নিজস্ব দাসত্বে ।
আজ এক কবি মরছে হাসপাতালে তিলতিল
বাঁচা গেল , শালা খচ্চর
নিজের জলে কাঁপিয়েছে কলমদানি ফুলস্কোপ ।
শালা , গত পঞ্চাশ বছর
গত পঞ্চাশ বছর এক কবি লিখে এক মুঠো ভাত দেয়'নি
আমার পেটে
যাবো , যাবো শোকসভায় কবির ......
বিড়ি রেখেছি কানে গুঁজে
আলুরদম পরোটায় পেট ভরাবোই ভরাবো ......
লেখ কোটি কোটি কবি ......
রোজদিন শোকসভা ...... হা হা হা , পেটে ভাত
বিধিবদ্ধ সতর্কীকরণঃ কবি কবিতা লিখুন জোরকদমে
হাড়িয়া মুরমু আছে লাইনে ...
জীবনে দাওনি , মরণে দিতে চাইলে খাবার ......
আসো কবিতা লিখি
No comments:
Post a Comment