Tuesday, 10 January 2012

rupmoti17


‎...।রুপমতি ১৭।

রুপমতি তোর
বেগুনী আঁচল
আবীর জোসনায় খুলিস না
বুকের বাঁধন ।
পদ্য শেখা তোতাপাখি
সকাল থেকে সন্ধ্যা বাতি
তোর চোখে চোখ রেখেছে
দৃশ্য ধর্ষণ রোজ নিয়তি ,
রুপমতি তুই দে না বলে
এখন তুই তিন মাস
পোয়াতি ।
রুপমতি ঐ মেঘের ছটা
ধবলির স্থির মনে জাগর কাটা
আল্পনা রঙ সাত সকালে
পৌষ সংক্রান্তি
ঘরে তোর কড়া নাড়ে ।
রুপমতি মেঘ বালিকার
গল্প বলি
সে বোঝেনা আষাঢ় শ্রাবণ
ভাদ্র মাসে
জল ফেনিলে পেট ভরেছে
ঝরবে এবার
তোর সন্তান সাথে ।

No comments:

Post a Comment