এখনো এখানে ধুলো চুমি মুখে করে
এখনো কচি বাঁশপাতা পেটের ক্ষুধা মেটায়
এখনো সন্ধ্যা নামলে পরে
জোনাকিরা আমার বাড়ি ঘিরে রাখে ।
এখনো রাখালিয়া বাঁশি সুরে মুক্তা ঝরে পরে
এখনো আমার চালের চালকুমড়ো প্রতিবেশী হাড়িতে ফোটে
এখনো প্রথম ধানের শিস তোমাদের চণ্ডী মণ্ডপেই ভেট
এখনো গ্রাম আছে বলেই স্নেহ মায়া মমতা কিছুটা আছে মনে ।
No comments:
Post a Comment