এভাবেই বোধহয় ভূগোল ভেঙে ভেঙে
ইতিহাস হয়
ইতিহাসে দাড়িয়ে আমি দেখি
বিজয় রথের চাকা গেছে থেমে
শত্রু মিত্র গলা গলাগলি আর
রহিমের ঘোড়া ঘাস খাচ্ছে
রামের আস্তাবলে ।
আমি প্রথম পুরুষ অথবা নারী
জীবন
আমি প্রথম তোকে এনেছি
দোষ তা তো আমারই ছিল
প্রথম থেকেই আমি লোভী ,
আমি অভিশাপ
আমি সৃষ্টি
আমি আপেল ভালোবাসা
নর নারী ।
No comments:
Post a Comment