Wednesday, 18 January 2012

তিন পদ্য


‎.........।। তিন পদ্য ...। ০২

.......০১...।

এখন সাগরের নির্জনতায়
পরিযায়ীর আস্তানা এখানে এখানে
দৃশ্য বদল
ভালো থাকা পাখির খোঁজে উথল-পাথাল আকুল মন
সমগম দিয়েছে ঠিকানা অমৃত পিপাসীর
পাপ করেছি
ক্লান্ত হয়নি কোন দিন
মকর সংক্রান্তি
মলিনতা ধুয়ে দেও সব
পুনরায় পাক পাঁকে পড়তে হবে আবার ।

.........।। ০০২......।

জন্ম থেকে স্টার্ট নিয়েছে ব্যাটারি ঘড়ি
আমি বেহিসেবি
পার্থিব শব্দে শঙ্খে
বার বার ভুলে যায় ঘড়ির সংকেত টিক টিক
আমি পথ কাঁটা বিড়ালে ভয় পায়
বাসি রুটি অরুচি
একটাকা ধার দিলে তিনটাকা উসুলে
সব করেছি
শরীরের প্রয়োজনে
শুধু ঘড়ি শব্দ শুনতে পায় না......

.........। ০৩ ......।।

এভাবে জলে ডাঙ্গায় না থেকে
জলেই যদি ডুবে যেতাম , বা
ডাঙ্গায় থেকে আমি আমি সূর্যমুখী
পাশ দিয়ে উপেক্ষিত দৃষ্টি নিয়ে চললে ও আমি তাকাতাম না
বিসাক্ত ছারপোকা রক্ত না পেয়ে শরীর ক্ষত করলে ও বলতাম বেশ করেছিস
যদি
সূর্য জ্বলন সহ্য সাহস দিতো আমায়
আমি কলিযুগেই সীতার পরীক্ষা দিতাম
প্রেমকে বাজী রেখে ।

No comments:

Post a Comment