Wednesday, 18 January 2012

রুপমতি ২০


‎......।।রূপ মতি ২০

বন জোসনায়
মেঘের ভেলা
পদ্ম পাতায়
মন টলমল
স্নেহাতুর মা
নেই পিতৃ পরিচয়
রেড লাইট এ
ফুট পাতের যীশু
আর তোর মন ।

ধুপের সোহাগ
মন পিরীতি
বেসুরে গরম
মন নেই সন্ধ্যাবাতি
বুকের তুফান
রোজ ফুলশয্যা
মধু মেহ নাগর
মন বিরক্তি
রূপমতি তোর ঘরে
এলো কি সতীন ?

গভীর রাত্রি
হুতুম সাথি
ঝোরে পরে রস
একি অলক্ষ্মী
যম অরুচি
শাশুড়ি মাগি
ভাশুর বিদেশ
জা ন মাস পোয়াতি
রূপমতি আই বুকের মাঝে
শীতল রাতি
আমার রক্তে দ্যাখ লেপের গতি
নিঃস্ব বিশ্ব এই সংসার
আমার মনেই আছে তোর মথুরা বৃন্দাবন ।

No comments:

Post a Comment