Wednesday, 18 January 2012

t


‎............... কি নাম দেবো ...।।

পৌষের দুপুর । স্নানাঘাটে চুল খুলে রোদ পোহায়
নিয়তি মেঘ , পাখিরা ডানা কাটা সীমান্ত প্রাচীর ,
স্থির । দিগন্তে কালো মেঘে গুড়ি বৃষ্টি , এখানে
শুঁখা মরসুম , ছেলেটি হ্যারিকেন আগুনে আক্ষর
ছারপোকা , ঘুনে বইয়ের ভাজে ভাজে লাল গোলাপে
কঙ্কাল , প্রেমের ই ,
ছান্দিক প্রত্যাশিত শব্দ বেইমান , ঐন্দ্রজালিক মাদারি
প্রকৃতির কালো জাদু , ছবিতে নেই , দৃশ্যত অদৃশ্য ,
গুপ্ত রোগ , প্রকাশেই মৃত্যু ।

এখানেই জীবনের গান , আসুরিক শক্তি দম্ভ ,
আছে কিছু বধিরত্ব , সত্য মৃতপ্রায় , সহনশীলতা
ইতিহাস শব্দ , দিনে দিনে নব্য ব্যাধি সমাজের ।

এখানেই আমার মায়া প্রেম স্বপ্নের ঘরবাড়ি ,
আপার বিস্ময় নদী , কুঠি গোবর উঠোন ,
আমার অনুভূতির খোলা মাঠ সারাদিন পায়ে পায়ে দাপাদাপি ।

No comments:

Post a Comment