Tuesday, 10 January 2012

probaho


‎........প্রবাহ...।

এক টুকরো অভিমান ছিল রাতে
. আমার লেপ ,তোষক ,বালিশের সঙ্গে লেগে ,
এখন দেখছি ভানুমতির খেল, উধাহ ।
নিশুতি প্যাঁচা
শব্দ সংকেতে একে ছিল ছবি প্রেমের
আমি বুঝতে পারিনি তার মানে ,
বুঝতে পারিনি কতটা জল গরম হলে
দার্জিলিং চায়ে লিকার জমে বেশ
বা গন্ধক বলে আমি কি শুধু সুগন্ধি নাম
ধ্বংস ও করেছি যুগে যুগে ,
এখন অনুভূত হচ্ছে
ছিরে গেছে শরীরের সাথে মনের যোগ সূত্র নারী ,
আমার ধমনী তে
বাঁদরের দাঁত খিচানো রক্ত
লোভ আর লোভ ,
আমি যেন ইতিহাস চরিত্র
পাশবিক অত্যাচারে যোনী বন্ধ নাকছাবি
পড়িয়েছি সওদাগর
ইতিহাস সাক্ষী রেখে , তোকে নারী ,
আমি সেই সওদাগর জিন ভাই্‌ ,
আজ এই পড়ন্ত বিকেলে
..জন্ম স্বাদ লেগে থাকা মায়ের
ক্ষয়ে যাওয়া মুখ
.হাসছে আমার নির্মিতি কে ভালোবেসে ,
ঐ যে দূরে
পথে প্রান্তরে দূর্বা উঠলো হেসে
কাল সে নব দুব্বা দল শ্যাম হবে
............আমাকে কেই বা আর
মনে করবে ...।

No comments:

Post a Comment