Tuesday, 10 January 2012

rasto



সমান্তরাল পাশা পাশি দুটো জ্যামিতিক রাস্তা
একটা ধরে হাটছো তুমি অন্যটায় আমি
দীর্ঘ রোদ বৃষ্টি ঝড় সাত সাতটি বছর
আপাত দৃষ্টিতে এক ভাবে !
কদিন ধরে লক্ষ করছি তুমি বেকছো অল্প অল্প
আমি সোজা রেল লাইন ,
এখন অনুভব করছি তুমি পথ ৪৫ ডিগ্রী নিয়ে
আমাকে দূরে ফেলে ছুটছ ,
দূর থেকে আমি অবাক চোখে দেখছি
শরীর যতটা লাবণ্যময়ী করেছে
মনকে অস্থিরতা করেছে ঢের বেশি ,

No comments:

Post a Comment