.........।।বল তুমি ...।।
যদি শেষ রাতে মনে পরে
আমার হাসিটা ছিল তোমার ছোট মায়ের মতো ......
অনবিল ,
যেমনটি পাতি হাঁস প্যাক প্যাক করে
মল ত্যাগ করে তোমার বারান্দায় ,রোজ দিন ,
রেগে অগ্নি শর্মা , তবু ও পারো না মারতে...
স্বপ্ন ভালো লাগে বলে
এই দুঃসময়ের ,
আমি ও তো হাস হয়ে উঠেছিলাম সেদিন
তোমার স্বপ্নে
নিঝুম সন্ধ্যায়
এখানেই বোধয় ,
তুমি ভেবেছিলে ভুলে যাবে
পর্ণ গ্রাফি বিজ্জাপনের মতো
কালকের নতুন বিজ্জাপনে ,
বুঝেছিলাম স্মিতি তো আবেগ চাই
এটাকে কে বিসর্জন দিলে হয় গঙ্গায়......
তবু কি পেরেছ ভুলতে ?
তুমি দাত বের করলে প্রতিটি পানসে শিখর দাতে
যৌবিক মাংস টুকরো
তুমি মনস্তাত্ত্বিক আবেগ বিবর রাখলে ও
আমার বলতে ইচ্ছা করে
আমার হাসি
তোমার স্মিতিভ্রম বিবেক কে
কি নারা দিয়ে যায় ?
বল তুমি ?
No comments:
Post a Comment