Tuesday, 10 January 2012

mombati


‎............ মোমবাতি গল্প ।।

তুমি আর আমি এক ঘরে থাকি
এক আগুনে শরীর সেঁকি
মাঝে মাঝে
তবু ও ক্রমশ আমি শীতলতার দিকে
তুমি উষ্ণ আরো উস্নায়নে ।

আমি আর তুমি
এক ই রোমান্টিক স্বপ্ন চাঁদে হাত
রেখেছিলাম
চাঁদটা কখন যে আমার ঠাকুমা হয়ে গেল
তোমার হয়ে রইলো বান্ধবী ।

ঝড় ভেঙ্গেছিলাম চার পায়ে
তুমি আর আমি সেদিন
আমকে উড়াতে পারেনি
তুমি ধরে ছিলে বলে
এখন উড়ছি তোমার হাতটা নেই বলে ।

তুমি বলেছিলে ভালোবাসি
আমি গলন্ত মোমবাতি
সেই থেকে গলছি
শেষ শিখা আগুন তোমার মুখ খুজছে
তুমি নেই , অন্য মনে ।

No comments:

Post a Comment