Tuesday, 10 January 2012

ক্লান্ত


ক্লান্ত হয়ে পরে সময়ের অগুন্তি মুখ
কালের অত্যাচারে ক্ষয়ে ক্ষয়ে জীবন রস ,
শ্মশানে বৃষ্টি ভেজা কাঠ
জেগে থেকে তবু জন্মের ই কথা বলে ।
জন্মের আন্দোলনে
মুখ গুঁজে পরে থেকে ভূমিভাগে
হৃদ হাঁপর টানে খেপে খেপে
মৃৎ কলশী
জলে দগমগ
সন্তান খাবে আজ পেট পুরে ।

No comments:

Post a Comment