.........।।বন্ধি...।।
স্পর্শ অনুভবে মনে মনে
চুইয়ে যাওয়া জোসনার
জিভে লেগে থাকা
.ইলিশের উদ্দাম স্বাদ
পেয়েছি আবার ফিরে
তোমার সোনালি চুলে
লাল ফিতে বাঁধা
ঋতু মাসিক
সফেদ ন্যাকড়ায়
রক্ত দাগে...
জেনে রেখো প্রেম ।
দুরন্ত আসুরিক গতি
চক্ষু ভ্রমে উল্কা পাত
ভাঙা মনের আনাচে- কানাচে
.উঁচু দম্ভের জগদ্দল পাথর
সে হাতুরি ঘায়ে
স্থির নিটোল ,
সাংঘাতিক আক্রোশে
বাজী রেখে সময়
ছুটছি আমি
যতো ছায়াপথ মাড়িয়ে
ধান গোলা সুচাগ্র আল পথ
এড়িয়ে
যদি ধরতে পারি...
এঁকে মুখে শীতল চুম্বন , বলবো
ভালোবাসি বলেই কি
এতো দুঃখ দিবি ?
No comments:
Post a Comment