Tuesday, 10 January 2012

অচেনা


‎...........। অচেনা ......।।

দুই চার দিন পরে পরে তুমি এ পাড়ায় আসতে
ফাগুনের রঙটাকে আরো একটু উগ্র করে দিয়ে,
আমি দেখি জানালার গরাদে মুখ ঢুকিয়ে দিয়ে
যতো টা দৃষ্টিতে ধরা পরে দেখি তোমার সম্মুখ গমন,
একা থাকি একার মতো একা ঘরে বলেই সেবার
তুমি বলেছিলে মুখচোরা
বুঝি সময় যতোটা তোমাকে রূপ দিয়েছে ঠোট কাটা
কারেছে ততাধিক ,
সেই যে সেবার তুমি "আসছি একটু পরে " বলে গেলে
তার পর থেকে দামোদর ব্যারাজ কয়েক লক্ষ কিউসেক
জল ছেড়েছে
ভেসেছে অর্ধ শতাধিক গ্রাম ধান গোলা নাট মন্দির
পোয়াতি বঁধুর দুপুরের সুখ ঘুম ভেঙ্গে আজ তোমাকে
দেখলাম ,

তোমার বা বাহুতে ঝোলানো কালো পশু চামড়ার ট্রেড মার্ক
ছোট্ট ব্যাগ টাকে আজকে দেখতে পেলাম না
সোনা বউ মেয়েকে নিয়ে যেয়ো রবিবার টীকা খাওয়াতে স্কুলে
কথা গুলো এক ই আছে
হাসিটা গেছে কি জানি কোথায় চলে ,

তবে কি তোমারও মন খারাপ হয় ? তোমার কি মন কেমন
করা বিকাল আছে ?

আমি স্বপ্ন দেখি
আমি আর তুমি পাশাপাশি হাঁটছি সরু আল পথ ধরে আলো আধারি
অন্ধকারে ,
তোমার হাত নেমে এলো আমার হাতে , চুপ সময় শব্দ গেছে থেমে
তুমি বললে " আমাকে তুমি চিনলে না এখনো " ।

No comments:

Post a Comment