Tuesday, 10 January 2012

আমাকে উড়িয়ে নিয়ে চলো


‎...............।আমাকে উড়িয়ে নিয়ে চলো ...।

এভাবে কিছু কাল কাটিয়ে একা
মনে ভাবি মহাভারতের অজ্ঞাতবাস কাটিয়ে ফিরলাম ঘরে ,
এটাই কি আমার ঘর ? আমার স্নানাগার ছিল না এইখানে ?
পায়রা খোপ , মুরগীর আস্তানা গেছে কি অন্য কোন খানে ?
কিছুকাল প্রজ্ঞান মানুষের হৃদয়ে মন রেখে নদীর উৎস মুখে
হেটে ক্লান্ত আজ
এবার বিন্দাবনে যে সুখ পাইনি তোকে দেখে নেবো পূরণ করে !

জন্ম অজ্ঞনতায় যে সমস্ত বিশ্বাস হাঁসফাঁশ করে জাঁতাকলে
কূল বা শ্যাম দুটো আঁকড়ে ধরে এগিয়ে মায়া আছে আলো নেই ।

দেখছি উড়ছে চাঁদ হাওয়া কে সঙ্গে করে আজকের আয়েজনে
আমার আস্তাকুরের জঞ্জাল ঘূর্ণি ঝড়ে উড়ে চলে সিমানা ছাড়িয়ে
আমার ও তো জঞ্জালে পূর্ণতা পেয়েছে মন , উড়াবে কোন ঝড়ে !

No comments:

Post a Comment