......।। প্রেম অপ্রেমের গল্প ...।।
মেঘটাকে যদি বলতাম
ফুস করে উড়ে গিয়ে থরে বন্যা নামিয়ে আই
যেতো না ,
সীমান্ত প্রাচীরকে যদি বলতাম
ঝুপ করে বসে পর মাথা নিচু করে ,
বসতো না ,
বললেই যদি হাওয়া উড়ে গিয়ে মাঝে মাঝে
কাব্য করে আসতো দিল্লি গিয়ে
আমি মেনে নিতাম প্রেম আছে ,
বললেই যদি জোনাকির আলো রঙ মুছে ফেলে
গ্রামে গ্রামে লাইট পোস্টে ঝুলত লিয়ন
বুঝতাম ভালোবাসা আছে মনে মনে ,
যদি দেখতাম পেটেন্ট বস্তা বন্ধি থেকে মুখ উচিয়ে
চিৎকার করছে বাসমতী সবার
আমি প্রত্যেক দিন হলি খেলতাম সূর্যের সাথে ,
যদি দেখতাম সেবিকা হাসপাতালে বলছেন
কষ্ট হচ্ছে বাবা , আমি আছি তোমার মেয়ে
আমি ফাটিয়ে পাড়া মাতাতাম মিরা আছে মিরা আছে বলে ,
আমি কাঁদি না ,
জল গেছে মনের ভাষা ভুলে এইবেলায় , অক্ষরের সীমাবদ্ধতা ই
আজ সুখের ঠিকানা
জ্জ্যান বিনে প্রেম নেই , প্রেম বিনে শুধু আমি আছি তুমি নেই ।
No comments:
Post a Comment