একটা জন্মেই পেয়েছি মায়া ভালোবাসা স্নেহ
মন আর আস্ত হৃদপিণ্ড ,
এতো দিন রোদ কে উত্তাপ মনে হয়েছিল , এখন
আগুনের তাপে পুড়ছি সারাদিন ,
শরীর কাঠে আমার পিতা মাতা পরিজনের অজান্তে
ঘুণপোকা খাচ্ছে নাড়ি
আমি বার বার বলেছি ভালোবাসি আলো আধারি
আমি ভালোবাসি প্রেম নারি মায়া রাক্ষসী ,
আমারও মনে আছে ক্ষুধা
আমার আছে কিছু জাতনা , মন প্রিয়া ,
আমি এই ভগ্ন সময়ের ভগ্নস্তুপের উপর দাড়িয়ে
জীবন চেয়েছি আর একবার......
বলেছি দয়াময় সুন্দর বলে কিছু নেই
শান্তি অলিক পাখির ডানা
আমি এই উৎপাতের জন্মগ্রন্থি উপভোগ করে যেতে
চাই দু মুহূর্ত
মৃত্যু তুই থাম
অনেক কাজ বাকি আমি জাচ্ছিনে জাচ্ছিনে জাচ্ছিনে
পোড়া মিনষে নিজে তুই মর !
No comments:
Post a Comment