.........।। বিষাদ জন্ম ...
শিউলি কুড়ি সন্ধ্যায় তুমি আসো নি বলে
বাঁকা চাঁদ অনেকক্ষণ দাড়িয়ে ঘরে গেল ফিরে...
আমিও মাঞ্জা দিয়েছিলাম মমতায় আতর দিয়ে
ন্যাপথলিন ভাজে ভাজে
সেই প্রথম প্রেমের দিনের স্বপ্ন পাজামায় ,
তুমি এলে না...
সন্ধ্যা গড়িয়ে ল্যাম্প পোস্ট জানান দেয় রাত নামে
বিষাদের সন্ধ্যা যেন সিগারেটের শেষ অংশ
টেনে টেনে তুলো তে আগুন জ্বলে
তবু ছাড়তে ইচ্ছা করে না... আরো সুখটানে লেগে থাকে মন ।
তবু আম লোকজন ভীরে দেখা হয় , আত্তকেন্দ্রিকতার অজুহাতে
কথা হয় না
দেখি বেগুনি শাড়ীতে রূপ ছিঁড়ে খাচ্ছে আমার মগজ
তীব্র পিপাসায় মইদুলের চায়ের দোকানে ঢুকে গোগ্রাসে
জল খেয়ে ফেলি এক ঘটি ,
আজও আমি প্রস্তুত আছি তীক্ষ্ণ ঈশারার
মনসার ফনি থেকে মণি তুলে তোমাকে সাজানোর ক্ষমতা রাখি
ইচ্ছা বিষাদের জন্ম আমি করেছি সৃষ্টি
তুমি নেই আমি ভেসে যাবো কালকে অন্য বিষাদে
তুমি তখন একা রয়ে ভালোবাসা কোন জলে বাঁচাবে ।
No comments:
Post a Comment