......... বাসা খোঁজা পাখির গান .........
তারস্বরে চিৎকার করলাম
আমি আছি তীরে , তুলে নাও তোমার নাউ এ ,
জলের বহমানতায় প্রতিধ্বনিত
ফিরে এল " তুলে নাও নাউ এ " দু কানে ,
আমি তো ফিরতে চেয়েছিলাম
ভ্রুনের পাশা পাশি শুয়ে থেকে দুপুরের রামায়ণে
টিয়ার ঠোটে প্রিয়ার খাদ্য দেখে
দেখে চড়ুই এর স্নান উঠোনের গোষ্পদে
এখানেই , আমার ঘরে ,
আর ফিরবো না
বলবো না নিয়ে চলো ঘরে ,
যে সব দৃশ্য সুখ মননে মননে আছে বেঁচে
বলে দেবো
আমার কোন ঘর নেই , ছায়া নেই মনে
মরুভুমিতে ক্যাকটাস হতে পারে বাবলা ও
ধান চাষ হবে না কোন কালে...
যা তুই মন
বাসা বেঁধে নে অন্য কোন প্রানে ।
No comments:
Post a Comment