......।। তুমি কথা রেখেছো ? ।।
কথা রাখতে পারিনি বলে
সময় ভ্যানিস ম্যাথদের অংক হয়ে
আমাকে পেছনে ফেলে পালিয়ে গেল ,
আমি বুঝতে পারলাম,
কথা রাখতে পারিনি বলেই
বাবার মৃত্যুকালীন আমি শুঁখা সাগর
শেষবারের মতোও চোখে চোখ রেখে
বলতে পারিনি
আমি আছি বাবা তোমার পাশে , কালো কোটে,
কথা রাখতে পারিনি বলেই
মায়ের ছানি চোখে চশমা বারন্তি ,
পানের ডিবে শূন্য খয়ের জর্দা বক্স হাসছে
চোখ মিট মিট
আমি চোখ ঘুড়িয়ে
রঙ দেখছি প্রজাপতির ,
কথা রাখতে পারিনি বলেই
মহাশুন্যে কিছুক্ষণ তাকিয়ে বললে আসছি,
কথা রাখতে পারিনি বলেই
আমি তলিয়ে যাচ্ছি দূরে আরো দূরের ঘূর্ণিতে
বুঝতে পারছি ধীরে
এই জন্ম টা বৃথায় গেল চলে ,
No comments:
Post a Comment