...।......। ছায়া ...।।
পাশাপাশি হেটে যাবো আমি আর তুমি
প্রতিশ্রুতির অঙ্গীকারে চণ্ডাল মেঘ
পাইন পাতায় সফেদ বরফ
ভূগোল হয়ে যাবে
আমি অন্য প্রাপ্তিতে ,
কথা বৃক্ষ সন্তানে সন্তানে
ছড়িয়ে দেবে সময়ের কথামালা
দিগন্তে নীল পাখির ডানায় সূর্য রঙ
দার্শনিক অনুমতি প্রত্যাশার
উড়ে চলবে নীল সীমানায় ,
যে ইতিহাস কথা রাখেনি বলে
এখনো ভুগি অন্ধকারে
সময়ের অতলে
যে পাতা ঝরছে
একদিন ভূগোল ভুল প্রমাণিত
হয়ে কি ইতিহাস হবে ?
No comments:
Post a Comment