Tuesday, 10 January 2012

43


একটা মুখ বন্ধ খামে
পরে আছে সেই চিঠি বেয়াল্লিশ বছর ,
প্রতিদিন একবার করে
জীর্ণ পাতার গন্ধ শুঁখি
আমার যৌবন রঙটাকে খামের সাথে
মিশিয়ে রোজ চুমু খাই
তবু পারিনা খুলতে ,
পূর্ব ফ্রন্টে ৭১ এ
সদ্য এসেছি আমি তোমার বাড়ি
আমি এলাম
তুমি গেলে
এই আসা আর যাওয়ার মাঝখানে
আমার জীবন
পরে রইলো বিয়াল্লিশ বছর একা ,
কোন কাজ নেই জীবনে
খামের গন্ধ
তোমার মন হয়ে কথা বলে চলে
আমার একান্তে ।

No comments:

Post a Comment