Tuesday, 10 January 2012

n


বিপ্লব দেখিনি বলে
বিপ্লব ছিল না মনে !
কোন এক শ্রাবণে টুপ করে খসে পরে
আমার গেরুয়া মাটির দেওয়াল , অন্ধকারে
আমার না দেখা বড় দাদা কে সঙ্গে নিয়ে ,
বল , আমি ভুলতে চাইলে ও মা কি পেরেছে
ভুলতে ?
যা দেখছো চোখে যদি সবটুকু হয়
তাহলে আমার হাসির অন্দরে
কান্না কেন বার বার
আমার ই কথা বলে যায় , তুমি তো
দেখো না নাগরিক ।

No comments:

Post a Comment