সময় কি জিন বাঁধা ঘোড়া না সোজা চলে গেছে
পিছে ফেলে করমচা ক্ষেত নিহারিকাপুঞ্জ ,
ফিরবে না জেনে বুঝে যে মেঘ ভিসিয়ে দিয়ে মলিনতা
আক্ষেপসূচক অভিব্যক্তি
সে কাঁদে ?
জলের পূর্ণতা পরবে খসে একবার এক মেঘে
তার পর
শ্মিতিভ্রম চিৎকার আমি কি আসবো ফিরে এখানে ।
উপাদানে উপাচারে মন্থিথ গরল গন্ধুস উপচে
যেটুকু পড়লো ঝরে
আমি চেখে দেখি মাঝে মাঝে , মরি না
বিষে বিষক্ষয় শিল্পে বেঁচে যায় এই বেলা এর পরের বেলা
বার বার ,
No comments:
Post a Comment