............ শ্রুতিধর তুমি থামো এবার ! ...
অভিঘাতে দমকা হাওয়া পিঞ্জরে হাহাকার জন্ম ......
নৌবিক জরা ঘুম ভেঙ্গে
ব্যাধের ধারালো তৃণে বিষাদ ঘন গহন অন্ধ বন
রূপ লাবণ্যকলা তির তির দূরে সরে যায়
নিক্ষেপিত টঙ্কার বিপরীতে ,
সুবিশাল সমুদ্র স্রোতের প্রজ্ঞান মুখে খণ্ডিত দরিয়া
মাঝে মাঝে ভেসে ওঠে
নির্বাণে প্রাপ্তিযোগের ঐতিহ্যে হিম ভূমিভাগে ,
আগুনের ইতিহাস রম্ভাকে পাঠায় যখন সূত্রধর
তখন দিব্যজ্যেতি থেকে যায় মনে... শরীরের কেড়ে নেবার
সে ক্ষমতা কি আছে !
ক্রিয়ানক শ্রুতিধর
লিখছেন ইতিহাস
ভুল জন্ম যদিও শোধরানোর পথ আছে কিন্তু অন্ধকারে,
শ্রুতিধর
আমাকে চলতে দেও নির্মল উৎস সন্ধানে
তার পরে লিখে চল তোমার ইতিহাস ভুল সঠিকের
ইভ আদম বনে আপেলের ফলে ফলে ।
No comments:
Post a Comment