...।। পাগলামির অন্দরে ...
অতপর পা বাড়িয়ে দিয়েছি পাগলামির অন্দরে
আমরা ক'জনে
ভ্রূণের আবেদনে যে জীবন আসছে ধেয়ে ভালোবেসে
বা অক্ষেপে বা অনুমেয় উত্তাপে আলো বাতাস জলের
অনুকম্পে ,ককিল ডাকের কুহুক অভিমুখে , তাকে বলব না
ফিরে যা , স্বপ্ন , স্বপ্ন হয় জীবন নয় ,
নিষিদ্ধ জনন কোষে
সৃষ্টির সুমহান মহিমা চেনে না সত্য অসত্যের মায়াজাল
শুধু চাষার মাথাতে রোদের খেলা চেনে
ঝুপ ঝাঁপ মাটি কাটার শব্দ জানে
নিয়ত বায়ু প্রবাহের গতি বোঝে
নিশ্বাসে পরমাত্মার অভিলাষে পরে পাওয়া জীবনও বট বৃক্ষ
অনুধাবনে সে আসে , আমি সরাবো না তারে ,
আত্মা নিয়ে খেলা করে প্রতি রাতে জন্ম আবেশে ঘুমিয়ে পরে ঈশ্বর
সকালের প্রথম সূর্য খেলা করে জঠরে , আমি আছি ,
আমি সত্য মিথ্যা না বুঝেই আসছি ঘরে ,
পা তো বাড়িয়েই দিয়েছি পাগলামির অন্দরে !
No comments:
Post a Comment