............ হীন ......।
যদি আমি ডুবে যায় এখনই তোমার রূপ জলে
তুমি কি অল্প বুকে চাপ দিয়ে জল বের করবে...
না বলবে বেশ হয়েছে
কত নাবিক যায় ডুবে , কে কার খোঁজ নিয়েছে
কোন কালে ?
জানো , যেবার রাতে অর্ধেক পৃথিবী কামাতুরে ঘুম
ভেঙ্গে জেগে উঠে
ফনি মনসা পাতায় মধ্য রাত্রিক রন্ধন , আকন্দ দুধ
রস পড়ছে টুপ টুপ বিকালের দুষ্টু বালকের অত্যাচারে
নক্ষত্র রঙ খেলছে পাতায় পাতায়
তুমি বলেছিলে এখন আমার স্তনে হাত রেখে দ্যাখো
পুরো পৃথিবী ভালাবাসায় মাতোয়ারা হয়ে যাবে প্রিতম ,
হাত কি রাখতে পেরেছি প্রিয়তমা...
পারিনি কোন সুবস্তু আপন করে নিয়ে , ভালোবাসার
সাঁতার জানিনে বলে ভেসে ভেসে
মনে মনে কূল খুঁজি প্রত্যেকটা নারী স্তনে
প্রত্যেকটা সুগন্ধি চুলের ঢেউ এ আমি ভেসে চলি ভেসে চলি...
অজানা রাতের আঁধারের দিকে...
তুমি খোঁজ নিয়ে দেখ , যেখানে যত দীর্ঘ ছায়া পরে তোমার
সেখানেই আমার আস্তানা
দিনের প্রদীপে খুঁজে মরি আমি আর একবার যদি তোমার
দেখা পায় , প্রিয় সখি ,
আমার মরন নেই , মড়ে ও শান্তি নেই ।
No comments:
Post a Comment