Tuesday, 10 January 2012

ইতিহাস ২


‎.........মানি না আমি ইতিহাস ! ...

আমি যখন ইতিহাস
পাথরে পাথরে ঝরবে
বয়সের কাল ঘাম
যে চুরুই বেঁধেছিল
আমার ঘরের কার্নিশে
বাসা ডিম দেবে
আমার সন্তানের সন্তান
দেবে খুদকুড়ো
মমতায় ভালবেসে ,

আমি যখন ইতিহাস
ইউরিয়া ধানের মূলে
আমার সেই প্রিয় ফতুয়ায়
কাকতাড়ুয়া মেলেছে ডানা
নিজের হাতে গড়া নিজের কোদাল
আল কেটে জল নামে
দিনের খেলা সাঙ্গ করে
গরুর পায়ে পায়ে নেমে আসে
গোধূলি
আমার স্বপ্ন চাসে
আমার রক্তের ই পেট বাঁচে ,

আমি যখন ইতিহাস
আলাপনে জেগে থাকি তিন মাস
গভীর অসুখ এসে
আমাকে ভুলিয়ে দিয়ে...
দিন যায় দিন আসে
আমাকে কেই বা ক ফোটা চোখের
জলে মনে রাখে
আমি ইতিহাস হয়ে যায়
শুধু আমার কাছে ।

No comments:

Post a Comment