তুমি রাত জোসনা
আম চাঁদ বুড়ি
এক যায়গায় থাকি
তবু তোমার সাথে দেখা নেই...
পাশা পাশি আছি
আজীবন আড়ি আড়ি আড়ি ।
তুমি রাত জোসনা
সুখে তুমি হাত বদল
এ তোমাকে চুমো তে ভরিয়ে দিচ্ছে
নতুন গহনা পরাচ্ছে
বলছে " থাকো আরো কিছুক্ষণ পাশে " ,
আমি চাঁদ বুড়ি
যৌবন গেছে ধুলোয় মিশে
এক কালে ঠেকেছে তিন কাল গিয়ে
তোমার মতো সৌভাগ্য নেই...
পেট উচু রিকেট ছেলে ছোকরার বাপ মা
কাজ নেই...
শুধু ক্ষিদে পেলে
আমার চোখে চোখ রেখে বলে...
বুড়ি ভাত নেই ভাত দিয়ে যা ।
No comments:
Post a Comment