Tuesday, 10 January 2012

ভুমিকা


‎......।। ভূমিকা ...।।

শীতল মনন ঝড়ে ঊরে যায়
আগুনের শেষ ঠিকানা
যতো তারে দেখি আমি
গোধূলির চাঁদ আলোয়
তার মুখ থাকে মন থাকে না ।

অনাদেরর রূপকথা
চুপি চুপি ,
মুখবন্ধে ভণিতা সারমর্ম
ভালাবাসা
যতক্ষণ পাড়ায় থাকে ঘেউ ঘেউ
শরীর থাকে , তুমি থাকো না ।

No comments:

Post a Comment