.........।তিন পদাবলী ...।।
.........। ০১ ...
আজ আমি আদিম মানব
পাথরে পাথরে শিখেছি আগুনের শক্তি
হরিণের পায়ে বেঁচে থাকার স্বাধীনতা
থাকে বুঝে
পা বাড়িয়ে আছি
অতলান্তিক সভ্যতার দিকে ।
.........। ২.........।।
দাস হাঁটে তুলোনা আমাকে রোম
রাক্তে আছে এখনো কিছু তেজ
বলতো তুমি
পাথর গুড়ো করে
এখানেই নামিয়ে দেবো সবুজের ক্ষেত ।
............ ০৩...।।
এ কোন সমরে নামালে , সখা চক্রধর ,
আমার রক্ত কমে যায় দেখি
দিনান্তে যুদ্ধ শেষে ,
কোন সে সত্য খেলায় জড়ালে তুমি
যুদ্ধে কি কোন সত্যই বাঁচে ?
No comments:
Post a Comment