...।।
মুগ্ধতার আবেশ অনিয়ন্ত্রিত যাত্রিক প্রভাতীর ,
ক্ষরণে যৌবন শরীরের অল্প মননের অধিক ,
নিবিড় বনস্পতি সূর্য শত্রু যুগে যুগে্
যে সব ছায়া পথে মায়া আছে ধুলো নেই
ত্যাগের মহিমাতে জীবন আছে প্রেম নেই...
তোমার শরীরের কূল আছে কুল নেই
মধু যৌবন আসে যায় খেলা করে কার সাথে কে জানে ?
তুমি জানো ?
আর দাঁড়াবো আমি
আর দাঁড়াবো না আমি কোন হাসি দেখে রমণীর
দাঁতের অন্দরে যত থাক সুগন্ধি
হাওয়ার অভিঘাতে সারসের যে ডানা খসে পরে
সেতো মিলনেও রাজি আছে... শুধু পথ নেই , পথ কাদে ,
রাজি আমি
রাজি আমি, মথুরাপতি গেছে যে পথে , পথ খোলা ...
এই প্রেমে তুমি নেই আছে শুধু আত্ম ভোলা , পথ চলা পথ চলা...
No comments:
Post a Comment