Tuesday, 10 January 2012

্ভ


‎...............। প্রেম অপ্রেমের গল্প ...।

কিছুদূর এগিয়ে গিয়ে যেখানে তোমার
ছায়া পরে ছিল সে ছায়া আস্তারনে দাড়ায়
শুদ্ধতার আবেশে মাতোয়ারা হতে বেশ লাগে ,
যুগ উত্তীর্ণ প্রতিভা সম্মিলিত বীজের আধার
অপারগে হীনমন্যতা বশ্যতা স্বীকার জীবনে !

ভূতাত্ত্বিক গঠনগত ভূমিভাগ মননে সমৃদ্ধি
আত্মিক গঠন সহনশীলতা মননশীলতা সমৃদ্ধি
খাদ্য বস্তু অহংকারে সৃষ্টির অপরূপ সমাহারে
যা দিয়েছে , আমার ,
আমার জন্মভুমি দিয়েছে আমার জন্ম নির্লোভ
নির্মোহে ,

আমি হাঁটছি সরু আল পথ ধরে অযান্ত্রিক নির্দেশে
দিশা রেখে অজানা সমুদ্র ঢেউ
পিতামহ চূর্ণ ফ্যাসা ঘাস নিড়ানির আন্দোলনে...
মনে মনে বলছেন , যা তুই দু চোখ যেদিকে যেতে চাই চলে...
আমি প্রেম শিখেছি প্রেমে তোমাকে দেখে নয় প্রিয়তমা !দ

No comments:

Post a Comment