Tuesday, 10 January 2012


কেঁচোর অনুকরণে গহনে মাটির মুখ দিয়ে থাকি
দেখি যদি অগোচরে বিরহ প্রেম জ্বালা
অন্য পথে যায় চলে অন্য গহনে ,

বিশাল ব্যাপ্তিতে ঠাসা নিঝুম নিয়তি সন্ধ্যা , থেমে যায়
চঞ্চু হাতুড়ি ঘা কাঠের জঠরে
দ্বার বন্ধ রাউন্ড টেবিলে রাজী আমি...
আমি তুমি আর থাকবে প্রেম রাক্ষস ।

No comments:

Post a Comment