......... জন্মান্তর ......।
পিতা প্রপিতামহের ফেলে যাওয়া অণুতে
আমার বসতী আমার ঘর , এখানে
মাঠকে মাঠ জুড়ে স্বর্ণ গম ডগায়
পাখিরা মেলা জমিয়েছে বাসন্তিক উস্নায়নে বিকালে ,
আমরা ভালনেই , পাখিরাও ততখানি ভালো নেই ,
চাঁদের বুড়ীর বয়সটাও ঘূর্ণিপাকে পরে এক লহমায়
অনেকখানি গেছে বেড়ে , তুমি তো জানো না বাবা ,
মনে পড়ে বাবা , সেই সাদা কাপড়ের থুড় থুড়ে বুড়িটা
প্রায়দিন এক ই নিয়মে ভিক্ষা করে , কিন্তু সে না তার ছায়া ,
আমার সন্তান এসেছে অবিকল তুমি নাকি বলছে সকলে
তুমি কি এভাবেই ফিরে ফিরে আসো , তোমার সত্ত্বা নিয়ে ,
জীন ও তবে জন্মান্তরে বিশ্বাসী , না বাবা ,
তুমি নেই বলেই সকাল দুপুর বিকেলের রঙ গুলো বদলে গেছে
কিন্তু আশ্চর্য রাত এক ই রয়ে গেছে এখানে...
ভাবি
আমি তুমি প্রপিতামহ তমার পিতা প্রপিতামহ মিলে এই বেলায়
হাডুডু খেলতে নেমেছি দলে দলে
আমার প্রজন্ম তোমার কোটে আর তোমরা পরম মমতায় ধরে
রাখতে চাইছো আমাদেরকে...
আমরা হাত পা ছাড়িয়ে ছুটছি উত্তরসূরির সঙ্গে খেলতে নামবো বলে
কোন দিন .........
No comments:
Post a Comment