......। নির্বাণ ...
মুগ্ধতার চিত্র নির্বাক ছায়াছবি
স্থির নেই
নিজস্ব ধর্ম্যালম্বি মেঘ
অস্থির করে চেতনা অন্য আঁকাসে
কবি এর চিত্র এঁকেছেন
ভুলে বা কাব্যমিশেলে ,
যে ভুল বুঝি না বলে নেই
বা খাদ্যে অরুচি বলে
ক্ষিদে নেই
সে গুলো আছে এবং জীবন্ত , যে জানে
দৃশ্যত দৃশ্যর গহনে আছে দৃশ্য
থরে থরে , হয় সে
সে নির্বাণ
নইলে রাচিরপথে ।
No comments:
Post a Comment