Tuesday, 10 January 2012

pa


সৃষ্টি সমাগমে পুরনো বসন নিস্তার পেয়েছে
খোলস বদলে ,
বিবর্তনে ও হাতের অনামিকা চুষে নেয়
অনাদারে পরে থাকা
পাথরের গুণাবলী শক্তি সমাহার ,
সেই ঠিকানায় চিঠি গেছে
প্রাপ্তিস্বীকারের শূন্য ভাণ্ডার
হাত বদল হতে হতে যৌবন
ক্যাকটাস বাবলা ঝাড় ,
সাপের খোলস বদলানো খেলা
শিখেছ তুমি
আমি কুণো ব্যাঙ
আমাকে পাবে তুমি ডুগডুগি চামড়ায় ।

No comments:

Post a Comment